sliderস্থানীয়

গোয়াইনঘাটে কৃষি অধিদপ্তরের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আবু তালহা তোফায়েল,গোয়াইনঘাট (সিলেট) : গোয়াইনঘাটে আকস্মিক বন্যার পর ১৮৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি বীজ ও ২০ কেজি সার বিতরণ করে গোয়াইনঘাট কৃষি অধিদপ্তর।
৩১ জুলাই (রবিবার) দুপুর ১২টায় কৃষি অধিদপ্তরের মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মোহা. তানভীর হোসেন এর সভাপতিত্বে ও জীবন কৃষ্ণ রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, কৃষি অফিসার রায়হান পারভেজ রনি প্রমুখ।
বিতরণে বক্তারা বলেন, গোয়াইনঘাট কৃষি নির্ভর এলাকা, ১২২ বছরের বন্যাকে অতিক্রম করেছে সম্প্রতি বন্যায়। গোয়াইনঘাটে কৃষি খাতে উন্নয়ন ফেরাতে সরকার বীজ ও সার দিয়ে সহযোগিতা করছে, আমরা সঠিক সময়ে বীজ বপন ও রোপণ করতে হবে এবং সচেতনতা অবলম্বন করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button