আবু তালহা তোফায়েল, গোয়াইনঘাট (সিলেট) : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ জন কৃষক-শ্রমিকদের মাঝে নগদ অর্থ (প্রতিজন পাঁচ হাজার টাকা) বিতরণ করে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও অনলাইন একটিভিস্ট সাইমুম সাদির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ।
তিনি বলেন, আমরা প্রাকৃতিক যেকোনো দুর্যোগে এগিয়ে আসি। আর্ত মানবতায় নিয়োজিত আমাদের ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে সামাজিক বিভিন্ন কাজেও অংশগ্রহণ করি। পাশাপাশি মানুষ জীবিকা নির্বাহ করতে পারে এমন কিছু প্রজেক্ট আমরা পূর্বে দিয়েছি, সেলাই মেশিন, গরু-ছাগল-হাস, রিকশা, ভ্যান ইত্যাদি বিতরণ করেছি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, প্রমুখ।