sliderবিনোদন

গোসলের পোশাকে জাহ্নবীর ছবি ভাইরাল

‌‘ধড়ক’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রেখেছিলেন শ্রীদেবী-বনি কাপুরকন্যা জাহ্নবী কাপুর। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। শিডিউল খাতায় ক্রমেই যোগ হচ্ছে নতুন নতুন সিনেমার সংখ্যা। রয়েছে বেশকিছু বিগ বাজেট ও ভিন্ন ঘরানার সিনেমাও।
সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের নতুন ছবি শেয়ার করেন জাহ্নবী। যেখানে গোসলের পোশাকে দেখা যাচ্ছে শ্রীদেবী-কন্যাকে। সাদা রঙের পোশাকে শ্রীদেবী-কন্যা যখন নিজের ছবি শেয়ার করেন, তা ছড়িয়ে পড়ে হু হু করে।


এদিকে ‘দোস্তানা-টু’র শুটিং শুরু করেছেন জাহ্নবী কাপুর। দোস্তানার সিক্যুয়েলে জাহ্নবী কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন কার্তিক আরিয়ান। সম্প্রতি কার্তিক আরিয়ানের জন্মদিনের পার্টিতে জাহ্নবীর হাত ধরে নিয়ে যেতে দেখা যায় কার্তিক আরিয়ানকে।
‘দোস্তানা-টু’র পর জাহ্নবীর হাতে রয়েছে তখত। করণ জহরের এই সিনেমায় করিনা, রণবীর সিং, আলিয়া, বিকি কৌশলেদর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জাহ্নবী কাপুর।

Related Articles

Leave a Reply

Back to top button