একের পর এক গোল করেই যাচ্ছিলেন দ্রুতই সুপারস্টার বনে যাওয়া মিসরের মোহাম্মদ সালাহ। এই মৌসুমে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছিলেন তিনিই। পেছনে ফেলে দিয়েছিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকেও। গোল্ডেন সু’র তালিকায় শীর্ষে ছিলেন তিনি। অবশেষে লিভারপুলের এই তারকাকে ছুঁয়ে ফেললেন মেসি। শনিবার লেগানেসের বিপক্ষে হ্যাটট্রিক করে গোল সংখ্যা ২৯ করেন এই আর্জেন্টাইন। ফলে সালাহ’র সাথেই যৌথভাবে শীর্ষে আছেন তিনি। দু’জনেরই পয়েন্ট সমান, ৫৮।
ইউরোপের বিভিন্ন দেশের লিগগুলোর মধ্যে সর্বোচ্চ গোলদাতাকে গোল্ডেন সু পুরস্কার দেয়া হয়।
সালাহ ছাড়াও মেসি ছুঁয়েছেন আরো একজনকে। লেগানেসের জালে ফ্রি কিক থেকে প্রথম গোলটি করেছেন মেসি। ৩০ গজ দূর থেকে নেয়া বাঁকানো শটে বোকা বানিয়েছেন গোলরক্ষককে। এবারের মৌসুমে ফ্রি কিক থেকে সাত গোল করেছেন মেসি। এর মধ্যে ছয় গোল করেছেন লা লিগায়।
২০০৬-০৭ মৌসুমের পর লা লিগার এক মৌসুমে ফ্রি কিক থেকে ছয় গোল করার নজির এবারই প্রথম। মেসির আগে তা করেছিলেন রোনালদিনহো।
দেশ ও ক্লাব মিলিয়ে মেসির ক্যারিয়ারে এটি ৪৫তম হ্যাটট্রিক। এর মধ্যে ৪০ হ্যাটট্রিক করেছেন বার্সার হয়ে। শুধু লা লিগাতেই তার হ্যাটট্রিকসংখ্যা ২৯। গত রাতের হ্যাটট্রিকে প্রথম গোলটি ছিল ফ্রি কিক থেকে তার ক্যারিয়ারের ৪০তম গোল। মার্কা।