sliderমহানগরশিরোনাম

গোল্ডেন মনিরের বাবার নামে স্কুল, পরিবর্তনের দাবিতে মানববন্ধন

রাজউক’র জমিতে স্বর্ণ চোরাকারবারী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের প্রাইভেট শিক্ষাবাণিজ্য বন্ধ ও স্কুলের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুল এর শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার স্থানীয় বাসিন্দারা।
রোবরার রাজধানীর মেরুল বাড্ডা প্রগতি স্বরণী ডিআইটি প্রজেক্টের সামনে বেলা ১১টায় সরকারি জমিতে রাজাকার সিরাজ মিয়া স্কুলের নাম পরিবর্তন বাস্তবায়ন কমিটির ব্যানারে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মেরুল বাড্ডা দক্ষিণ বারিধারা আবাসিক পূর্ণবাসন প্রকল্পে ক্ষতিগ্রস্থদের জন্য জনস্বার্থে একটি মসজিদ, একটি বিদ্যালয়, একটি কলেজ ও একটি খেলার মাঠের জন্য রাজউক জমি বরাদ্দ দেয়। কিন্তু দূর্নীতিবাজ, স্বর্ণ চোরাকারবারী, রাজাকার মৃত সিরাজ মিয়ার পুত্র মনির হোসেন ওরফে গোল্ডেন মনির রাজউকের কতিপয় দূর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে নামমাত্র মূল্য ৫০ টাকা কাঠা দরে মোট ১৫ কাঠা ৪ ছটাক জমির প্লটটি সর্বমোট মূল্য ৭৬৫/- (সাতশত পয়ষট্টি টাকা মাত্র) প্রদান করে বরাদ্দ নেয়। প্লটটিতে এলাকার সাধারণ বাসিন্দাদের ছেলে-মেয়েদের স্বল্প খরচে পড়াশোনার সুযোগ করে দেয়ার কথা থাকলেও গোল্ডেন মনির সম্পূর্ণ একক মালিকানাধীন একটি বেসরকারি স্কুল স্থাপন করে। স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বছর ভর্তির সময় প্রতিটি ছাত্র-ছাত্রীর কাছ থেকে ১২,৩০০/- টাকা এবং মাসিক বেতন হিসেবে ১,৮৫০ টাকা আদায় কওে থাকে। যা উক্ত প্লট বরাদ্দের শর্তের পরিপন্থী। ফলে এই এলাকার মধ্যবিত্ত ও নি¤œমধ্যবিত্ত পরিবারের সন্তানদের স্বল্প খরচে শিক্ষা প্রদানের সুযোগ অধরাই রয়ে গেছে। অপরদিকে সরকারী নিয়ম-নীতি তোয়াক্কা না করে উক্ত দূর্নীতিবাজ গোল্ডেন মনির বাণিজ্যিক ও ব্যক্তিগত লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করে বিপুল টাকা হাতিয়ে নিয়েছে।
তারা আরো বলেন, রাজউক থেকে নামমাত্র টাকায় স্কুল নির্মাণের জন্য জমি বরাদ্ধ নিয়েও সেখানে রাউক’র নাম ব্যবহার না করে তার পিতা সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুল’নাম করণ করা হয়।
এ বিষয়ে স্থানীয় ব্যক্তিবর্গ ¯ু‹লটির নামকরণের বিরোধীতা করেন।
২০০৯ সালে স্কুলটির নাম থেকে গোল্ডেন মনিরের বাবার নাম বাদ দিয়ে অন্য নাম দেয়ার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তৎকালীন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান খান এবং শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে একটি লিখিত আবেদন জানানো হয়েছিল। কিন্তু দীর্ঘ ১১ বছরেও এর কোন সমাধান হয়নি।
মানববন্ধনে সিরাজ মিয়া মেমোরিয়াল স্কুল’ নাম বরাদ্দপত্র বাতিল করে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধে শহীদ, ভাষা সৈনিক, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ কোন নামে এই স্কুলের নামকরণ করার দাবি জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button