
মোঃ সিফাত রানা, গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পর্যায়ে কাজের দক্ষতার জন্য কৃষি কর্মকর্তাদের স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সোমবার (০৬ জানুয়ারী) বিকেলে গোমস্তাপুর কৃষি অফিসে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপপরিচালক কৃষিবিদ ড. পলাশ সরকার, কৃষিবিদ ড. বিমল কুমার প্রামানিক ডিডি, হর্টিকালচার সেন্টার চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার।
সম্মাননা স্মারক প্রাপ্তরা হলেন, তোফিকুল ইসলাম উচ্চমান সহকারী কামঃহিসাব রক্ষক, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব ও উপসহকারী কৃষি কর্মকর্তা ইবরাহীম খলিল,