
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ গোবিন্দগঞ্জ পৌর শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মঃ সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু,পৌর যু্বলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম মিন্টুসহ পৌর যুবলীগের যুগ্নঃ আহবায়ক রফিকুল ইসলাম প্রধান সোহেল,বিপুল,রাজু,পীরজাদা আব্দুল ওয়াহাব,যুবলীগ নেতা আব্দুস সালামসহ নেতৃবৃন্দ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।