
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার এতে পাটসহ পুড়ে গেছে আশ পাশের ৩টি বসতবাড়ী বাড়ি । পরে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। আজ সকাল ১১টার দিকে উপজেলার মহিমাগঞ্জ বাজারে আজাহার মিয়ার পাটের গুদামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে আজাহার মিয়ার পাটের গুদামে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের বাড়িসহ পাশের ৩টি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ও সোনাতলা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গুদাম-বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। তবে তাৎক্ষনিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে না পারলেও তদন্ত করে ক্ষয়ক্ষতি নিরুপন করা হবে বলে জানানো হয়। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টার অধিক সময় চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন ।এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন।