sliderস্থানীয়

গোবিন্দগঞ্জে পুলিশ সদস্যর কবলাকৃত জমি দখল করে ঘর নির্মানের অভিযোগ

শাহিন আলম, গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের দরবস্ত ইউমিয়নের দূর্গাপুর মৌজার ১০শতক জমি পিতা মৃত গনি গাছু ছেলে রুবেল মিয়ার নিকট হতে সিংজানি গ্রামের আব্দুছ সোবাহানের ছেলে জাহাঙ্গীর আলম ক্রয় করে ২০১২ সালে। জাহাঙ্গীর আলম সরকারী চাকুরী পুলিশের কনস্টেবল পদে বিভিন্ন স্থানে কর্মরত থাকার সুবাদে উক্ত জমির খতিয়ান-২৯৩,দাগ নং-১০৩৬ পতিত অবস্থায় পরে থাকে। সেই সুজগে দূর্গাপুর গ্রামের রাজা মিয়া(৫০) পিতা বাবর আলী,রহিম উদ্দিন(৫০) পিতা মৃত কোনা মিয়া, সাজু মিয়া(৪৫) পিতা মোজা মিয়া এবং মাহাবুর রহমান(৪০) গ্রাম বোয়ালিয়া যোগসাজশী করিয়া জাহাঙ্গীরের কবলাকৃত জমির উপর দোচালা টিনের পাকা ঘর নির্মান করে। উল্লেখ্য পাকা ঘর নির্মানের প্রাককালে গত ২০২০ সালে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে ঐ মহুর্ত কাজ বন্ধ থাকে। বারবার সালিশি মিমাংসার জন্য ডাকা হলেও কোন কর্নপাত না করে রাতের আধারে আড়াই শতক জমি জোরপূর্বক দখল করে ঘর নির্মান করে বসবাস করে আসছে থানার অভিযোগ সুত্রে জানাযায়। জাহাঙ্গীর আলম বলেন, আমি পুলিশের সর্ব নিম্ন পদে চাকুরী করি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই বারবার গোবিন্দগঞ্জ থানার স্বরণাপন্য হচ্ছি। কিন্তু কয়েক বছর অতিবাহিত হলেও কোন সুরহা হয়নি তাই বিষয়টি তদন্ত কওে উর্ধতন কতৃপক্ষের আসু হস্তক্ষেপ কামনা করেন। উক্ত বিষয়টি নিয়ে উত্তেজনা বিরাজ করছে যে কোন সময় বড় ধরনের দূর্ঘনার আশংকা করছে এলাকাবাসী।
উক্ত বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button