গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাবেক সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা আব্দুল্লাহ আল লাবিবের পিতা,প্রখ্যাত শ্রমিক নেতা পীরজাদা আশরাফ উজ্জ-জামান লেবুর নামাযে জানাযা আজ বাদ জুম্মা শ্রীমুখ উত্তর পাড়ায় অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাবেক সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা আব্দুল্লাহ আল লাবিবের পিতা,প্রখ্যাত শ্রমিক নেতা পীরজাদা আশরাফ উজ্জ-জামান লেবুর নামাযে জানাযা আজ বাদ জুম্মা মরহুমের নিজ গ্রাম শ্রীমুখ উত্তর পাড়ায় অনুষ্ঠিত হয়।
প্রখ্যাত শ্রমিক নেতা পীরজাদা আশরাফ উজ্জ-জামান লেবু গতকাল বৃহস্পতিবার সন্ধা ৬টায় বগুড়া (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে… রাজিউন)। তার মৃতুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন,মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী,সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ,সাধারন সম্পাদক সাবেক মেয়র আতাউর রহমান সরকার,
মরহুমের নামাযে জানাযায় উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী,সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ,সাধারন সম্পাদক সাবেক মেয়র আতাউর রহমান সরকার,যুগ্ন সাধারন সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,রংপুর বিভাগ শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক আব্দুল মজিদ,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু,সিনিয়র যুগ্নঃ সাধারন সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল,পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম তাজু,মাননীয় সংসদ সদস্য’র সমন্বকারী কৃষিবিদ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন, উপজেলা আওয়ামীলীগের যুগ্নঃ সাধারন সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মন্ডল,প্রধান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নাজির হোসেন প্রধান,জেলা মটরমালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম রাজু,বনিক সমিতির সভাপতি নাজমুল হুদা প্রধান টুকু, জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক খাইরুল বাসার নয়ন, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট,সাবেক জেলা যুবলীগের সহ সভাপতি আলতামাশুল ইসলাম শিল্পি সহ জেলা ও বিভাগের শ্রমিক নেতৃবৃন্দ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক নেতৃবৃন্দ। মহান আল্লাহ পীরজাদা আশরাফ উজ্জ-জামান লেবুকে জান্নাতবাসী করেন,এজন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।নামাযে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।