sliderগণমাধ্যমশিরোনাম

গেল ২০ বছরে বিশ্বে হত্যাকাণ্ডের শিকার ১৭০০ সাংবাদিক!

গেল দুই দশকে বিশ্বজুড়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় ১৭০০ সাংবাদিক। যে সংখ্যা বলছে প্রতি বছর গড়ে ৮০ জনের বেশি সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হন।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।
সংস্থাটির দাবি মতে ২০০৩ ও ২০২২ সালে সবচেয়ে বেশি সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হন। 

আরএসএফের সাধারণ সম্পাদক ক্রিস্টোফি দেলোইরে বলেছেন, সত্য উদঘাটনের তথ্য বের করতে গিয়েই এই সাংবাদিকরা নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন।

সাংবাদিকদের জন্য সবচেয়ে বেশি ভয়ংকর দেশ ইরাক ও সিরিয়া। গেল বিশ বছরে দেশ দু’টিতে ৫৭৮ জন সংবাদকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই সময়ে মেক্সিকোতে খুন হয়েছেন ১২৫ সাংবাদিক, ফিলিস্তিনে ১০৭, পাকিস্তানে ৯৩, আফগানিস্তানে ৮১ আর সোমালিয়া ৭৮ সাংবাদিককে হত্যা করা হয়।

সূত্র: আল জাজিরা

Related Articles

Leave a Reply

Back to top button