sliderঅপরাধ

গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু : কণ্ঠশিল্পী কৃষ্ণকলির স্বামী আটক

নিজস্ব প্রতিনিধি: কণ্ঠশিল্পী কৃষ্ণকলির বাসার গৃহকর্মী জান্নাত আকতার শিল্পী (১) ‘ র রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার বিকালে পুলিশ তার লাশ উদ্ধারের পর ঢাকা মেডিককেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিল্পী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে কৃষ্ণকলির স্বামী জানিয়েছেন। এই ঘটনায় কৃষ্ণকলির স্বামী খালিদুর রহমান অর্ককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করে।
পুলিশ জানায়, রাজধানীর শেরে বাংলানগরের তালতলা এলাকার আর্কেড হেনা গার্ডেনের কৃষ্ণকলির ফ্ল্যাট। দেড় মাস আগে শিল্পী গৃহকর্মী হিসেবে কাজ করার জন্য ওই বাসায় আসে। বুধবার বিকালে ঘরের একটি কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে শিল্পী আত্মহত্যা করে। দীর্ঘ সময় তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শেরেবাংলা নগর পুলিশ জানায়, এটি হত্যা না আত্মহত্যা তা এখনও আমরা নিশ্চিত নয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে রয়েছে। রিপোর্ট হাতে এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশ সন্দেহভাজন হিসেবে কণ্ঠশিল্পী কৃষ্ণকলির স্বামী খালিকুর রহমানকে আদালতে হাজির করে। আদালত খালিকুর রহমানকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

Related Articles

Leave a Reply

Back to top button