sliderস্থানীয়

গুরুদাসপুরে মিথ্যা মামলা ও অভিযোগ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে সিধুলাই ও স্বনির্ভর সংস্থার কর্মরত প্রয়াত বীরমুক্তিযোদ্ধার সন্তান সুপ্রকাশ পালের বিরুদ্ধে সংস্থার নির্বাহী পরিচালকের মদদে সংস্থার কতিপয় স্টাফের আনিত মিথ্যা মামলা ও অভিযোগ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। রবিবার দুপুরে গুরুদাসপুর থানা চত্বরের প্রধান সড়কে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠন উপজেলা শাখার ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেন, প্রয়াত বীরমুক্তিযোদ্ধা সত্যরঞ্জন পালের সন্তান ভুক্তভোগী সুপ্রকাশ পাল, বীরমুক্তিযোদ্ধা জীবন সরকারের সন্তান জাহিদুল ইসলাম ও সোহেল। এ সময় বক্তারা বলেন, চাকুরী থেকে অব্যাহতি চাওয়ার বছর পেরিয়ে গেলেও সুপ্রকাশ পালের বকেয়া বেতন ৮ লক্ষাধিক টাকা না দিয়ে হঠাৎ করে সংস্থার নির্বাহী পরিচালক আবুল হাসনাত মোহাম্মদ রেজোয়ান সাহেবের মদদে তার কিছু আত্মীয়-স্বজন ও সস্থার কতিপয় স্টাফ সুপ্রকাশ পালের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন যা ষড়যন্ত্রমুলক। এর মাধ্যমে সংস্থার কর্তৃপক্ষ সুপ্রকাশ পালের পরিবারকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়েছেন। তারা অনতি বিলম্বে সুপ্রকাশ পালের বকেয়া বেতন পরিশোধ ও বীরমুক্তিযোদ্ধার সন্তানের নামে সংস্থার দায়েরকৃত মিথ্যা মামলা ও অভিযোগ প্রত্যাহার ও সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দ্রুত সমাধানের দাবি জানান প্রশাসনের কাছে।

Related Articles

Leave a Reply

Back to top button