
নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে নববিবাহিত পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে শ্বশুর শাহিন খন্দকারকে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। আজ বুধবার সকালে র্যাব-৫ নাটোর ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পাণী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব অধিনায়ক জানান, গ্রেফতারকৃত জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বড়াইল গ্রামের শাহিন খন্দকার ছেলে রিফাত খন্দকার সহ গুরুদাসপুরের শাহাপুরে ইটভাটায় কাজ করতো। এই কাজ করার সুবাদে ওই এলাকায় আকলিমার বাড়িতে ভাড়া থাকতো। এরই এক পর্যায়ে আকলিমার মেয়ের সাথে গত ১০দিন আগে রিফাত খন্দকারের বিয়ে হয়। গত ১৩ মার্চ রাতে শাহিন খন্দকার তার নববিবাহিত পুত্রবধুকে ঘুমন্ত অবস্থায় নিজের ঘরে উঠিয়ে নিয়ে গিয়ে জোরপুর্বক ধর্ষন করে। এসময় চিৎকার শুনে মেয়েটির মা ওই ঘরে ছুটে গেলে শাহিন থন্দকার পালিয়ে যায়। পরে আকলিমা বেগম বাদি হয়ে গুরুদাসপুর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে পলাতক শাহিন খন্দকারকে গ্রেফতার করে। বুধবার দুপুরে তাকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পাণী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন।