sliderস্থানীয়

গুরুদাসপুরে ইয়াবা সহ এক যুবক আটক

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর থেকে ইয়াবাসহ আরিফুল ইসলাম ওরফে রবিউল (২৪) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। গতকাল ৩০ জুলাই শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার চক আলাদত খাঁ গ্রাম থেকে ১৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক আরিফুল নাটোর সদর উপজেলার রায়ঘাট এলাকার মৃত শাহাজাহান মিয়ার ছেলে।
র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যা¤েপর কো¤পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল কো¤পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন এবং কো¤পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এর নেতৃত্বে গতকাল ৩০ জুলাই শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার চক আলাদত খাঁ গ্রামে অভিযান পরিচালনা করে। সেখান থেকে ১৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফুলকে আটক করা হয়। এসময় আরিফুলের ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা হয়।
র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আরিফুল জব্দকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।

Related Articles

Back to top button