sliderআন্তর্জাতিক সংবাদশিরোনাম

গুরুত্বপূর্ণ ২ অঙ্গরাজ্যে ট্রাম্পের পরাজয়ের আসল কারণ ফাঁস

কিছু মার্কিন সোশাল মিডিয়া সাইট জানাচ্ছে, জর্জিয়া ও অ্যারিজোনায় ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের সম্ভাব্য কারণ হতে পারে দু’‌জন আমেরিকান বীরের সমালোচনা।
দুটি রাজ্যের ভোট গণনাতেই জো বাইডেন এগিয়ে রয়েছেন। এই দুটি রাজ্যই এর আগে রিপাবলিকানদের পক্ষে ভোট দিয়েছে। তবে এবারের ভোটের গণনা এখনও শেষ হয়নি।
ট্রাম্প সম্প্রতি অ্যারিজোনার প্রয়াত সিনেটার জন ম্যাকেইনকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন।
তিনি প্রশ্ন তুলেছেন ভিয়েতনাম যুদ্ধের সময় ম্যাকেইন যুদ্ধবন্দী ছিলেন, তাই তাকে বীর বলা যায় কি?
গত বছর ট্রাম্প বলেছিলেন, নতুন স্বাস্থ্য সেবা ব্যবস্থা ওবামাকেয়ার বাতিলের পক্ষে ভোট না দিয়ে ম্যাকেইন অবসরপ্রাপ্ত যোদ্ধাদের উপকার করেননি।
“সে আমার পছন্দের লোক না,” তিনি বলেন, “অন্য লোকে তাকে পছন্দ করুক, সেটা তাদের ব্যাপার। সেটা ঠিক আছে।“
এদিকে ট্রাম্প জর্জিয়ার ক্লেটন কাউন্টির ভোটেও পিছিয়ে আছেন। এই কাউন্টি মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য ও কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের প্রতীক জন লুইসের জন্মভূমি।
গত ২০১৭ সালে লুইস মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।
এর জবাবে এক টুইটার পোস্টে ট্রাম্প বলেছিলেন, লুইস বাগাড়ম্বর না করে তার ওপর দায়িত্ব সঠিকভাবে পালন করুন।
ছয়টি রাজ্য চূড়ান্ত ফলাফল ঘোষণার অপেক্ষায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কে বিজয়ী হচ্ছেন তা জানতে আমাদের অপেক্ষ এখনো শেষ হয়নি।
ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের শক্তি বাড়ছে। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ট্রাম্প কথিত জালিয়াতি সম্পর্কে একের পর এক ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছেন।
সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button