গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নির্মলা মিশ্র

বিনোদন ডেস্ক : গুরুতর অসুস্থ সংগীতশিল্পী নির্মলা মিশ্র। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসে সংক্রমণ রয়েছে। তবে আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল। জানা গেছে, আজ গায়িকার কোভিড টেস্ট করা হতে পারে। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন এই বর্ষীয়ান সংগীতশিল্পী। শনিবার বিকেলে বেশিমাত্রায় অসুস্থ হয়ে পড়েন তিনি। রক্তচাপ অত্যন্ত কমে গিয়েছিল তার।
বিশেষ ঝুঁকি না নিয়ে তখনই তাকে হাসপাতালে ভর্তি পরামর্শ দেন চিকিৎসকরা। সেই মতো তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তিও করা হয়। তার মূত্রনালিতেও সংক্রমণ ধরা পড়েছে। এর আগে চলতি বছরের জুলাই মাসে নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তারও আগে ২০১৮ সালের ডিসেম্বরে অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রবাদপ্রতিম সংগীতশিল্পীকে। বেশ কিছুদিন হাসপাতালে ভরতি থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেও যান শিল্পী। ছয় ও সাতের দশকে বাংলা সংগীত জগতের অন্যতম শিল্পী নির্মলা মিশ্র৷ ‘শ্রী লোকনাথ’ সিনেমায় প্রথম গান করেন তিনি৷ এরপর স্ত্রী, অভিনেত্রী, অনুতাপ-এর মতো বহু জনপ্রিয় বাংলা সিনেমায় গান গেয়েছেন৷ ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’, ‘ও তোতা পাখিরে’-র মতো জনপ্রিয় বাংলা গানের শিল্পী তিনি। মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, শিপ্রা বসুর যুগে একাধিক কালজয়ী গান গেয়েছেন নির্মলা মিশ্র। নতুন করে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন বাংলার শিল্পীমহল, অনুরাগীরা। তার দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই।