sliderঅপরাধশিরোনাম

গুমের সাথে জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

শেখ হাসিনা সরকার পতনের পর হারিয়ে যাওয়াদের খোঁজে মাঠে নেমেছেন স্বজনরা। গুমের সাথে জড়িতদের গ্রেফতারে অন্তর্বর্তীকালীন সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ‘মায়ের ডাক’ সংগঠন।

বুধবার (১৪ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেন গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর অন্যতম সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।

জিয়াউল হাসান ও তারেক সিদ্দিকের মতো কর্মকর্তাদের গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আয়নাঘরে বন্দীদের অনেকেই মুক্তি পেয়েছেন। কিন্তু এখনো অনেকের কোনো খোঁজ নেই। তারা কোথায় আছেন, জীবিত আছেন নাকি একেবারেই হারিয়ে গেছেন, আমরা জানি না।’

তিনি বলেন, ‘আমরা জিয়াউল হাসান ও তারেক সিদ্দিকের মতো কর্মকর্তাদের গ্রেফতারের দাবি জানাই, যারা গুমের সাথে জড়িত ছিলেন। আমরা সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি।’

একইসাথে এই সময়ের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রকাশ করার দাবিও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button