মনোয়ার ইমাম,কলকাতা প্রতিনিধি :আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দর বন জেলা কমিটির তৃনমূল দলের মাইনরিটি দলের সভাপতি নির্বাচিত হলেন । সাবেক পশ্চিম বাংলা’র মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী এবং মগরাহাট পশ্চিমের তিন তিন বারের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা কে তার দল মাইনরিটি দলের সভাপতি নির্বাচিত করেন। মগরাহাট পশ্চিমের গন উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। কিছুদিন আগে পর্যন্ত তার দল তার উপর ভরসা করে রাখে চলে ছিলেন। যার ফল সরূপ তাঁরে এই গুরুত্বপূর্ণ পদ দিলেন তাঁকে। মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের অন্তদন্ধ বহু দিন থেকেই। একদিকে যুব, অন্যদিকে মাদার তৃনমূল দলের মনোমালিন্য বহু দিনের। কেউ কারোর ছায়া মাড়াতে চায়না। তার বিরুদ্ধে তৃনমূল দলের কিছু নেতা কর্মী বহু অভিযোগ তোলেন দলের নেত্রী এবং পশ্চিম বাংলা’র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কিন্তু তাতে কিছু ফল হয়নি। তার জনসংযোগ ও কর্মীদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা তৈরি করার মধ্যে দিয়ে আজ প্রতিষ্ঠিত হয়েছে গিয়াসউদ্দিন মোল্লা। তবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই পোড়খাওয়া তৃনমূল দলের নেতা এবং সাবেক মন্ত্রী কে তার পদ উন্নতি রুখতে কেউ পারে নি তার বিরোধিরা।