
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কে গাড়ির বেপরোয়া গতির কারণেই এবার ঈদের সময় এতো মানুষের প্রাণহানি ঘটেছে। অতিরিক্ত ট্রিপ দেয়ার লোভেই চালকরা অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে গিয়ে এতগুলো মানুষকে অকালে ঝড়ে যেতে হলো। এর দায় আমাদের সবাইকে নিতে হবে। আমরা কেউ এর দায় এড়াতে পারি না।
রোববার বিআরটিএ’র অ্যালেনবাড়ি (তেজগাঁও) কার্যালয়ে ঈদ-পরবর্তী এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী একথা করেন।
মন্ত্রী বলেন, এর আগে মহাসড়কে অনেকগুলো ব্ল্যাক স্পট চিহ্নিত করে সেখানে কাজ করেছি। গাড়ি যাতে নির্বিঘ্নে চলতে পারে সেজন্য ওইসব স্পটে ব্যাপক সংস্কার কাজ করা হয়েছে। এবার সেসব স্পটে দুর্ঘটনা ঘটেছে কি-না তা আমার জানা নেই। তবে আমরা পুরো বিষয়টি আবার পর্যালোচনা করে দেখবো। যদি এরকম কিছু থাকে তাহলে তা নিরসনের চেষ্টা করবো।
তিনি বলেন, মহাসড়কে গাড়ি চালানোর একটা নির্দিষ্ট গতি আছে। অনেক সময়ই চালকরা তা না মানার কারণে যাত্রীবাহী বাসগুলোকে দুর্ঘটনায় পড়তে হয়েছে।