
নিজস্ব প্রতিবেদক : গার্মেন্টস ম্যানুফ্যাকচারার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (গভমেন্ট রেজিঃ নং-০০১০১) এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) মিরপুর ১ এর ক্যাপিটাল টাওয়ারের ৬ষ্ঠ তলায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের ক্ষুদ্র গার্মেন্টস ব্যবসায়ীদের সার্বিক উন্নয়নে কাজ করছে সংগঠনটি।
এসময় সংগঠনের সভাপতি সৈয়দ জামশেদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ কার্যকরী কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ জামশেদ। পরে সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম বার্ষিক বাজেট নিয়ে আলোচনা করেন।
সমিতির সদস্য এন.এফ এপ্যারেলস এর প্রতিষ্ঠাতা এবং সিইও আবু ফাহাদ বলেন -আমাদের অর্থনীতিতে ছোট গার্মেন্টস গুলোর অবদান অনেক। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো সুযোগ সরকার বা কোন প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা তেমন ভাবে পায় না। দেশের অর্থনীতিকে সমৃদ্ধি করার জন্য সরকারকে এই সব ছোট ছোট ফ্যাক্টরির জন্য সুযোগ সুবিধা বাড়াতে হবে এবং এর উন্নয়নের জন্য কাজ করতে হবে।