sliderজাতীয়শিরোনাম

গার্মেন্টসে ক্ষোভ দানা বাধছে-মোশরেফা মিশু

গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম এর সভাপতি শ্রমিক নেতা মোশরেফা মিশু অভিযোগ করেছেন, ২২ রমজান পার হয়ে গেলেও এখনও পর্যন্ত শ্রমিকদের বকেয়া পাওনা ও বোনাস পরিশোধে মালিকপক্ষ ও সরকার কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ করেনি।
এ অবস্থায় শ্রমিকদের মধ্যে অস্থিরতা বৃদ্ধি পেয়ে ক্ষোভ-বিক্ষোভ দানা বাধছে। ক্ষুদ্ধ শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে উঠার আশঙ্কা তৈরী হচ্ছে। তিনি সর্তক করে দিয়ে বলেন,গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের জুন মাসের পূর্ণ বেতন ও এক মাসের সমপরিমান বোনাস পরিশোধে বিজিএমইএ ও বিকেএমইএ কার্যকর পদক্ষেপ না নিলে যে কোনো পরিস্থিতির জন্য মালিক, সরকার ও সংশ্লিস্ট সকলেই দায়ি থাকবে। তিনি এরকম পরিস্থিতিতে মালিক ও সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানান।
গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন এর উদ্যোগে ঢাকার ২৩/২ তোপখানা রোডের কমরেড নির্মল সেন মিলনায়তনে ‘ঈদের আগে গার্মেন্ট শ্রমিকদের বেতন-বোনাস প্রাপ্তির আশঙ্কা নিয়ে’ এক সংবাদ সম্মেলনে মোশরেফা মিশু একথা বলেন। মোশরেফা মিশু বলেন, মাত্র ৩০ ভাগ গার্মেন্টস শ্রমিকদের মুল বেতনের সমপরিমান বোনাস দিচ্ছে। মাত্র হাতে গোনা কয়েকটি গার্মেন্টস শ্রমিকদের জুন মাসের বেতন বোনাস দিচ্ছে। বাকিরা বরং ঈদকে কেন্দ্র করে বেতন বঞ্চনা, শ্রমিক ছাটাই-নির্যাতন এবং ছুটির ফাকে কারখানা বন্ধ করে দিয়ে মালিকরা পালানোর পায়তারা করছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন এর বর্তমান সমন্বয়ক শ্রমিক নেতা মোঃ ইয়াসিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান শ্রমিক নেতা তাসলিমা আখ্তার, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের উপদেষ্টা শ্রমিক নেতা শামীম ইমাম, জাতীয় সোয়েটার গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি এ.এ.এম ফয়েজ হোসেন, জাতীয় পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মাস্টার মোখলেসুর রহমান, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি নেতা মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, গার্মেন্টস শ্রমিক আন্দোলনের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক সভার নেতা ডাঃ শামসুল আলম, সমন্বিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম পথিক প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button