sliderস্থানীয়

গাজীপুর সাফারি পার্ক থেকে দু’টি ম্যাকাও পাখি চুরি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কে বেষ্টনী নেট কেটে দু’টি গ্রিন উইং ম্যাকাউ পাখি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পার্কের পক্ষ থেকে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার সকালে পাখি চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

তিনি বলেন, শুক্রবার রাতের কোনও এক সময় ম্যাকাউ পাখিশালার বেষ্টনী নেট কেটে দু’টি ম্যাকাউ পাখি চুরি হয়। এ বিষয়ে অবহিত হওয়ার পর টঙ্গীর পাখির মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একটি পাখি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ বাদী হয়ে শ্রীপুর থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর দিবাগত রাতের কোনও এক সময় গাজীপুরের সাফারি পার্কের অভ্যন্তরে ম্যাকাউ পাখিশালার নেট কেটে দু’টি গ্রিন উইং ম্যাকাউ পাখি কে বা কারা চুরি করে নিয়ে যায়। চুরিকৃত পাখি দু’টির আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকা। পরবর্তীতে ২৩ নভেম্বর ভোর বেলা ম্যাকাউ পাখিশালায় নিয়োজিত কর্মচারীরা বেষ্টনী পরিষ্কার করতে গিয়ে নেট ছেড়া দেখতে পেয়ে পাখি গণনা করে দুটি ম্যাকাউ পাখি কম পায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগে সূত্রে পাখি উদ্ধারে পুলিশ কাজ শুরু করে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, থানায় লিখিত অভিযোগের তদন্তভার পাওয়ার পরপরই তিনি ঘটনার সময়কার পার্ক এলাকায় তথ্য প্রযুক্তির সহায়তায় একজন ব্যক্তিকে শনাক্ত করেন। তার বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে ওইদিনই টঙ্গী বাজার এলাকার সেনা কল্যাণ রোডে অবস্থিত পাখি বেচাকেনার মার্কেটের একটি এলাকায় অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে সাফারি পার্ক কর্তৃপক্ষকে সাথে নিয়ে টঙ্গীর একটি পাখি বিক্রির দোকান থেকে চুরি যাওয়া একটি ম্যাকাউ পাখি উদ্ধার করা হয়। পাখিটি মাত্র ৪০ হাজার টাকা বিক্রি করা হয়েছিল বলে দোকান মালিক জানান। তবে তদন্তের স্বার্থে চুরি ও বেচাকেনার সাথে জড়িতদের নাম পরিচয় প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান।

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ বলেন, পাখিটির মুখে স্কচটেপ পেঁচিয়ে ধস্তাধস্তি করে বের করে নিয়ে যাওয়ায় সেটি অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে পাখিটির চিকিৎসা চলছে।

ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শারমিন আক্তার বলেন, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সহায়তায় টঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি পাখি উদ্ধার করা হয়েছে। বিভিন্ন সাক্ষীদের জবানবন্দির প্রেক্ষিতে আমরা চোরকে শনাক্ত করতে পেরেছি। তাকে গ্রেফতারে আইন-শৃঙ্খলাবাহিনীর সাথে যোগাযোগ করেছি। তবে আমাদের ধারণা অপর পাখিটি হয়তো বেঁচে নেই।

তিনি আরও বলেন, আমরা তদন্ত কমিটি গঠন করব। এ ঘটনায় কারও দায়িত্বে অবহেলা বা গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখা হবে। সাফারি পার্কে এখনও ২৭টি ম্যাকাউ পাখি রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button