গাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের মাঝে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ হতে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
এসময় গাজীপুরের সিভিল সার্জন ডা. মাহমুদা আখতার, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোতাছেম বিল্যাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, সহকারী কমিশনার (নেজারত শাখা) অভ্র জ্যোতি বড়াল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের মুখপাত্র বশির আহমেদ, শহীদদের পরিবারের পক্ষ থেকে তানিয়া আক্তার, মো. বেলায়েত হোসেন, মো. আমান উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীপুরে জুলাই-আগস্টে শহীদ ১৮ জনের মধ্যে ১৫ জন শহীদের শহীদদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় শহীদ প্রত্যেকের পরিবারকে ৩০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।