
মোঃ লিমন হোসেন, গাজীপুর : গাজীপুরের টঙ্গী ৫৬ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর মোঃ আবুল হোসেন কে এসবি টিভি’র পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন ‘এসবি টিভি’র চেয়ারম্যান-দেবাশীষ রায়, ‘এসবি টিভি’র ম্যানেজিং ডিরেক্টর-জি.এস. জয়, ‘এসবি টিভি’র এক্সিকিউটিভ ডিরেক্টর-নুপুর এবং মো: লিমন হোসেন।
সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেন, আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে নির্বাচন করেছি। তিনি তার ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নের কাজকর্ম তুলে ধরেন। বলেন আমি আমার এই ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেন, পানি অনেক দিন ধরে সমস্যা ছিল। হালকা বৃষ্টি পানি জমে থাকতো মানুষের চলাচলের অনেক সমস্যা হতো। আমি কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এগুলো সমস্যা গুলো সমাধান করার চেষ্টা করেছি। এখন আমার এই ওয়ার্ডের কোন এলাকায় পানি জমে থাকে না। মানুষ আমার প্রতি বিশ্বাস করে আমাকে টানা পাঁচবার কাউন্সিলর নির্বাচিত করছে। আমি তাদের প্রতি অনেকটা ঋণী হয়ে আছি আগামী পাঁচ বছরে এলাকায় কিছু কাজ রয়ে গেছে সেগুলো করতে পারলে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখা যাবে ৫৬ নং ওয়ার্ডের ইনশাল্লাহ। আমি নির্বাচনে পাশ করার আগে বলেছিলাম আমার ওয়ার্ডে কোন মাদক, সন্ত্রাস, চোর, ডাকাতে নির্মূল করব এবং আমি ও প্রশাসনের সহযোগিতায় নিয়ে প্রতি রাতে এলাকার লোকজনকে নিয়ে রাতের পর রাত পাহারা দিয়েছে। এখন আমার ওয়ার্ডে কোন মাদক, চুরি, ডাকাতি একদমই বন্ধ করছি। এখন এলাকার মা-বোন ভাইয়েরা নির্ভয়ে রাত্রে চলাচল করতে পারে রাস্তাঘাটে। আমাদের এই ওয়ার্ডে বিশেষ জায়গায় গুলোতে সিসি ক্যামেরা ধারার নিয়ন্ত্রিত করা হয়। এলাকার বিভিন্ন মাটির রাস্তা ছিলো এখন আমার ওয়ার্ডের সবগুলো রাস্তা পিস ঢালাই করার ফলে ব্যবসায়ী ভাইদের জন্য ভালো হয়েছে। আমার এই জনপ্রিয়তা দেখে কিছু লোক আমার জনপ্রিয়তা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে তারা এলাকাবাসীর কাছে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে আসছে। এলাকা ওয়ার্ডবাসীর কাছে আমার আহ্বান কেউ গুজবে কান দিবেন না।
আগামী জাতীয় দ্বাদশ নির্বাচনে নৌকা প্রত্যাশিত গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আসনের আলহাজ্ব জাহিদ হাসান রাসেল এমপি কে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। জনপ্রিয় জনপ্রতিনিধি সব সময় মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। শহীদ আহসান উল্লা মাস্টার সুযোগ্য সন্তান গাজীপুর নয়নের মনি আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি কে আমরা পুনরায় জয়যুক্ত করবো।