sliderশিরোনামশীর্ষ সংবাদ

গাছ চাপা পড়ে চিত্রপরিচালক মিঠু নিহত

চিত্রপরিচালক ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু গাছ চাপা পড়ে নিহত হয়েছেন।
জানা গেছে, সোমবার দুপুরে তিনি ধানমণ্ডিতে রিকশায় করে যাওয়ার সময় একটি গাছ আছড়ে পড়ে। এতে তিনি মারাত্মক আহত হলে দ্রুত তাকে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৯৬০ সালে খালিদ মাহমুদ মিঠুর জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ১৯৮৬ সালে তিনি এমএফএ করেন। তার পরিচালিত প্রথম ছবি ‘গহীনে শব্দ’।
এ ছবির মাধ্যমে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। খালিদ মাহমুদ মিঠুর স্ত্রী বিশিষ্ট চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা।

Related Articles

Leave a Reply

Back to top button