sliderস্থানীয়

গাছ কাটা ও জায়গা দখলের অভিযোগ নিয়ামতপুরে সহকারী মৌরভীর বিরুদ্ধে

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ আম গাছ, বেলজিয়াম গাছসহ বিভিন্ন জাতের শত শত গাছ কাটা, জায়গা দখল, শশুড়ের জমি নিজের বলে বিক্রির নাম করে টাকা আদায়, মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে অতিষ্ট করে তুলেছে এমনটাই অভিযোগ এলাকাবাসীর।

এমন অভিযোগ উঠেছে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার আশোকপুর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মীর হোসাইনের বিরুদ্ধে। মীর হোসাইন উপজেলার হাজিনগর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের তবিবর রহমানের ছেলে।
উপজেলার ভাবিচা ইউনিয়নের সাড়া গ্রামের সেন্দোর আলীর ছেলে জাহাঙ্গীর আলম এর নিকট মীর হোসেন তার শশুড়ের জমি নিজের বলে বিক্রির কথা বলে বায়নানামা বাবদ ২ লক্ষ ৭০ হাজার টাকা নেয় প্রায় ৪/৫ বছর পূর্বে। জাহাঙ্গীর আলম বলেন, মীর হোসাইন শশুড়ের জমি নিজের বলে আমার নিকট বিক্রির কথা বলে বায়নানামা বাবদ ২ লক্ষ ৭০ হাজার টাকা প্রায় ৪ বছর পূর্বে নেয়। আজ পর্যন্ত সেই জমি আমাকে দেয় নাই। খোজ নিয়ে জানা যায় সেই জমি তার শশুড়ের।

এখন টাকা ফেরত চাইলে সেই টাকাও ফেরত দেয় না। জায়গার দাম হয়েছিল ১২ লক্ষ টাকা। নুরপুর গ্রামের ওমর আলীর ছেলে শফিকুল ইসলাম মীর হোসাইনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমার পৈত্রিক সূত্রে ও দলিল সূত্রে পাওয়া সম্পত্তির উপর বাঁশ ঝাড়, আম গাছ ও মেহেগুনি গাছ ছিলো। মীর হোসাইন জোরপূর্বক ৪শ বাঁশ, ১শ ৮০টি আম গাছ ও ৪টি মেহেগুনি গাছ কেটে ফেলে জয়গা দখলের চেষ্টা করে। গাছগুলি রাতের অন্ধকারে প্রায় দুবছর আগে কেটে ফেলে। এ বিষয়ে বিভিন্ন জায়গায় বিচার চেয়েও বিচার পাই না। সম্প্রতি এখন জোরপূর্বক জয়গাটি দখলের চেষ্টা করছে।

চৌপুকুরিয়া গ্রামের মোকসেদ আলীর ছেলে তসলিম উদ্দিনও মীর হোসাইনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমার জায়গার উপর ১শ টি বেলজিয়াম গাছ ছিলো। গত ২৫ ডিসেম্বর রাতে সবগুলি গাছ কেটে ফেলে জায়গা দখলের চেষ্টা করে। মীর হোসাইন শুধু জায়গা দখল, প্রতারণা না আমাদের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানিও করে যাচ্ছে। নওগাঁ আদালতে এই ভন্ড মৌলভী সাড়া লক্ষিডাঙ্গার সেন্দোর আলীর ছেলে আব্দুল আজিজ, জাহাঙ্গীর, নুরপুরের মৃত-ওমর আলীর ছেলে সফিকুল, সফিকুলের ছেলে জলিল এবং আমার নামে মিথ্যে মারামারির মামলা দায়ের করে। এই ভন্ড মৌলভীর অত্যাচারে শুধু আমরা না এলাকাবাসীরও অতিষ্ট।

এ বিষয়ে অভিযুক্ত আশোকপুর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মীর হোসাইনের সাথে মুঠোফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নাই।

Related Articles

Leave a Reply

Back to top button