sliderস্থানীয়

গাছাতে ডাকাতির প্রস্তুতি কালে গেফতার ৬

মোঃ লিমন হোসেন,গাজীপুর : গাজীপুর মেট্রোপলিটন গাছা থানা ৩৫ নং ওয়ার্ড কলমেশ্বর এলাকায়, গতকাল রোববার রাতে (০৫ নভেম্বর ২০২৩) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে মনির হোটেলের সামনে থেকে রাত ১টা ১৫ মিনিটের সময় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানা পুলিশ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকতকে গেফতার করে।
গেফতার কৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার,চর রাজিবপুর থানার, টাঙ্গালিয়া পাড়া গ্রামের,জহুরুল ইসলামের ছেলে- সুজন মিয়া(২৫), বর্তমান:গাজীপুর জেলার,বাসন থানা,বাসন বিটি পাড়া নূর আলম এর বাড়ীর ভাড়াটিয়া, গাজীপুর জেলার, গাছা থানা,ইছর গ্রামের-মোঃ বাবুলের ছেলে মোঃ মাসুদ হাছান জামাল (২০), গাজীপুর জেলা, গাছা থানার, ইছর মুদিপাড়া গ্রামের মোঃ ফুল মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া (২২), পঞ্চগড় জেলার,দেবীগঞ্জ থানার, দন্ডপাল গ্রামের সুরুজ্জামানের ছেলে মোঃ লিমন ইসলাম (২২), বর্তমান গাজীপুর জেলার, গাছা থানা,দৌলতপুর নতুন বাজার গ্রামের আব্দুল লতিফ এর নাতি, গাজীপুর জেলা, গাছা থানার,দৌলতপুর নতুন বাজার গ্রামের,-মোঃ মাহাবুব আলমের ছেলে মোঃ মারুফ হাসান (২০),গাজীপুর জেলা, গাছা থানার,মধ্য কামারজুরী গ্রামের,-মোঃ নুরুল ইসলামের ছেলে আদিবুল ইসলাম ওরফে নিলয় (২১)। এ সময় তাদের কাছ থেকে,১টি চাকু,১টি সুইচ গিয়ার,১টি চাপাতি, ১টি হাতুরী, ১টি লোহার রড, ৫ ফিট লম্বা লাইলনের রশি উদ্ধার করা হয়। এ বিষয়ে গাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম বলেন,পুলিশের উপস্থিত টের পেয়ে বাকি ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। গেফতার কৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত আইনের মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button