sliderস্থানীয়

গাইবান্ধায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো এক কিশোর

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে পথচারি এক কিশোর প্রাণ হারিয়েছে। সোমবার ৮ ফেব্রুয়ারি বিকেলে শহরতলীর ইন্দ্রাপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই কিশোরের নাম মো. জাহিদ (১৩)। তিনি সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পূর্ব রাধাকৃষ্ণপুর গ্রামের ফার্ণিচার ব্যবসায়ি নুরুজ্জামান মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে সদর উপজেলার ত্রিমোহনী এলাকা থেকে রাধাকৃষ্ণপুরের দিকে যাচ্ছিল জাহিদ। পথে ইন্দ্রাপাড় নামক স্থানে একটি মাটিবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে জাহিদ ঘটনাস্থলেই মারা যান। এসময় উত্তেজিত জনতা ঘাতক ট্রাক্টর ও ড্রাইভার মাসুমকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। মাসুম ত্রিমোহনী এলাকার কোরবান আলীর ছেলে। গাইবান্ধা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button