sliderস্থানীয়

গলায় ফাঁস দিয়ে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতাঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর উত্তর পাড়া এলাকা থেকে বজু চৌধুরী (৪০) নামে এক শিক্ষানবিশ আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত সোমবার সকাল ১০টার দিকে বজু চৌধুরীর নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহত বজু চৌধুরী উপজেলার মহাদেবপুর গ্রামের বিকাশ চন্দ্র শীলের ছেলে । শিবালয় থানার ওসি আল মামুন বলেন, পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে বজু চৌধুরী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি আরো জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিতভাবে কোনো অভিযোগ করেননি।

Related Articles

Leave a Reply

Back to top button