sliderস্থানীয়

গরু ঘরে লুকিয়ে রাখা ভোজ্য তেল জব্দ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পরিত্যক্ত গরু ঘরে লুকিয়ে রাখা ১ হাজার ২২৫ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ।
রোববার (১২ জুন) ভোর রাতে উপজেলার চরজব্বার ইউনিয়নের বেলালের বাড়ির পরিত্যক্ত গরু ঘর থেকে তেলগুলো জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি পরিত্যক্ত গরু ঘরের মধ্যে বেশি মূল্যে বিক্রির জন্য সয়াবিন তেল মজুদ রাখা হয়েছে। খবর পেয়ে চরজব্বর থানার একদল পুলিশের সেখানে অভিযান চালিয়ে ফ্রেশ কোম্পানীর পাঁচ লিটারের ৬২ কার্টুন সয়াবিন তেল জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি বলেন,জব্দকৃত তেলের মূল্য আড়াই লক্ষ টাকা। তেলগুলো আদালতে জমা দেওয়া হয়েছে।পরবর্তীতে আদালতের সিন্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button