মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি: শীতের তীব্রতা বাড়তে থাকায় ভোগান্তিতে থাকা ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী তীরে খোলা আকাশের নিচে পলিথিনের ছাউনির নীচে বসবাস করা বেদে সম্প্রদায়ের পাশে দাঁড়ালেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। শুক্রবার (৩ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার দপদপিয়ার জিরো পয়েন্ট এলাকায় অবস্থানরত ভাসমান বেদে পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় ভাসমান ৫০টির মতো বেদে পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
উপজেলা নির্বার্হী অফিসার মো. নজরুল ইসলাম জানান, শীতের তীব্রতা বাড়ায় এই শীতে উপজেলার ছিন্নমূল মানুষেরা কষ্টে দিনযাপন করছেন। অসংখ্য মানুষ শীতে কষ্ট পাচ্ছে। তাদের পাশে দাঁড়ানোর এখনই সময়। সরকারের পাশাপাশি এলাকার বিত্তবান মানুষরা এগিয়ে এলে এদের কষ্ট লাগব করা সহজ হবে। বেদেদের মতো এরকম যারা ভাসমান জীবনযাপন করছেন তাদের পর্যায়ক্রমে শীতবস্ত্র প্রদান করা হবে বলেও জানান তিনি।