sliderস্থানীয়

গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে যশোরে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত জুলাই-আগষ্ট গণহত্যার বিচার,আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ-সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া,রেশনিং ব্যবস্থা চালু করা, খেলাপি ঋণ-দূর্নীতি ও পাচারকৃত টাকা উদ্ধার-ঋণ খেলাপি দূর্নীতিবাজ টাকা পাচারকারীদের বিচার ও সম্পদ বাজেয়াপ্ত করা, সংস্কারের রূপরেখা রোড ম্যাপ ঘোষণা ও সংখ্যানুপাতিক নির্বাচনী পদ্ধতি চালুসহ নির্বাচনী আইনের সংস্কার, গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে রাজনৈতিক দল সমুহের সাথে আলোচনা শুরু করার দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ মঙ্গলবার(১০ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় প্রেসক্লাব যশোরের সামনে বাম গণতান্ত্রিক জোট যশোর এ সমাবেশ করে।

বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জিল্লুর রহমান ভিটু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড নাজিমউদ্দীন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড আমিনুর রহমান হিরু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের জেলা নেতা কমরেড আলাউদ্দিন প্রমূখ।

Related Articles

Leave a Reply

Back to top button