গণস্বাস্থ্য কেন্দ্রের নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দলিল নং-১১২৪, ২৯ সেপ্টেম্বর ১৯৭২, গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠাকালীন ট্রাস্টি সদস্য ডা. জাফর উল্লাহ চৌধুরী, ডা. নাজিম উদ্দিন আহমদ, সাদেক খান, এম জাকারিয়াকে নিয়ে ট্রাস্টি দলিল সম্পাদন করা হয়। তবে ডা. জাফর উল্লাহ চৌধুরী, সাদেক খান ও এম জাকারিয়া মৃত্যুবরণ করেছেন।
এমন প্রেক্ষাপটে তাদের শূন্যস্থান পূরণের লক্ষ্যে দু’জন ট্রাস্টি সদস্য নেয়া হয়। এই দু’জনের নামে মামলা থাকায় ট্রাস্টির কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় ট্রাস্টির ধারাবাহিকতা রক্ষা ও গণস্বাস্থ্য চ্যারিটেবল ট্রাস্টের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে গত ১ ডিসেম্বর ট্রাস্টি বোর্ড পুর্নগঠন করা হয়েছে।
ওই বোর্ডের সদস্য হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমাদ, প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি গণস্বাস্থ্য কেন্দ্র জনহিতকর দাতব্য ট্রাস্ট, ডা. মনোয়ারা বেগম, ডা. গোলাম রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান, প্রফেসর ড. মো: নজরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ট্রাস্টি গণস্বাস্থ্য চ্যারিটেবল ট্রাস্ট-২০২৪ নামে অভিহিত হবে এবং সদস্যদের তত্ত্বাবধানে ট্রাস্টের যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে।
প্রেস বিজ্ঞপ্তি