sliderনারী

“গণতান্ত্রিক নারী মঞ্চ” গঠিত

পতাকা ডেস্ক : ১১ অক্টোবর বুধবার সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের অন্তর্গত নারী সংগঠনগুলোর আলোচনা সভা শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বন্হিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় নিম্নোক্ত সিদ্ধান্ত সমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

১. জেএসডি, নাগরিক নারী ঐক্য, শ্রমজীবী নারী মৈত্রী, নারী সংহতি, ভাসানী নারী ঐক্য পরিষদ সম্মিলিতভাবে একই প্লাটফর্মে কাজ করার লক্ষ্যে “গণতান্ত্রিক নারী মঞ্চ” নাম নির্বাচন করেছে।

২. সর্বসম্মতিক্রমে গণতান্ত্রিক নারী মঞ্চের ঘোষণা ও দাবীনামা’র খসড়া চূড়ান্ত করা হয়েছে।

৩. আগামী ১৪ তারিখ শনিবার সকাল ১১টায় নাগরিক ঐক্যের কার্যালয়ে প্রেস কনফারেন্স এর মাধ্যমে “গণতান্ত্রিক নারী মঞ্চ” আত্মপ্রকাশ করবে।

৪. ১৪ তারিখে প্রেস কনফারেন্সে প্রতিটি নারী সংগঠন থেকে কমপক্ষে ১০ জন করে নারী উপস্থিত থাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

৫. সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক মাসের জন্য গণতান্ত্রিক নারী মঞ্চের সমন্বয়ক হিসেবে শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বন্হিশিখা জামালী’র নাম গৃহীত হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button