গণতন্ত্রের হত্যা চলছে পশ্চিমবঙ্গে! যে কারণে, এ রাজ্যের বিভিন্ন প্রান্তের বহু মানুষ ঘরছাড়া হয়ে রয়েছেন৷ আর তাই, শারদ উৎসবের আগেই ওই সব ঘরছাড়াকে ফেরানোর বিষয়টি নিশ্চিত করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ একই সঙ্গে, গণতন্ত্রের হত্যা-ও বন্ধ করতে হবে৷ না হলে, ফের ঘেরাও হবে নবান্ন!
বৃহস্পতিবার কলকাতায় রানি রাসমণি রোডে বামপন্থী বিভিন্ন সংগঠনের বিক্ষোভ সমাবেশে এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ এ দিনের ওই সমাবেশে এমনই জানানো হয়েছে যে, বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার মানুষ ঘরছাড়া হয়ে রয়েছেন৷ ঘরছাড়াদের ঘরে ফেরানো না হলে ফের নবান্ন ঘেরাও করা হবে৷ ঘরছাড়াদের প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায়-ও সরব হয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷ টুইটার এবং ফেসবুকে এ দিন তিনি এমনই মন্তব্য করেছেন যে, ‘শারদ উৎসবের আগেই যাতে সমস্ত ঘরছাড়া মানুষ ঘরে ফিরতে পারেন মুখ্যমন্ত্রীকে তা নিশ্চিত করতে হবে৷ রাজ্যে গণতন্ত্র হত্যা বন্ধ করতে হবে৷’
তবে, ঘরছাড়াদের তালিকায় যে শুধুমাত্র বামপন্থী কর্মী-সমর্থকরাই রয়েছেন, তাও নয়৷ তার উপর, রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত-ও নয়৷ কেননা, খোদ কলকাতায়-ই শাসকদল তৃণমূল কংগ্রেসের বহু কর্মী-সমর্থকও ঘরছাড়া হয়ে রয়েছেন৷ দুর্গাপুজোর আগে যাতে গিরিশ পার্ক এলাকার ঘরছাড়া ওই সব তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক ঘরে ফিরতে পারেন, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর, ঘরে ফেরার জন্য ওই সব ঘরছাড়ার তরফে সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুরসভার মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কেও এর আগে জানানো হয়েছিল৷ কিন্তু, কাজ না হওয়ায় এ বার স্বয়ং দলনেত্রীর কাছেই আর্জি জানানো হয়েছে৷