sliderরাজনীতিশিরোনাম

গণঅভ্যুত্থানের পর ঐক্য ধরে রাখতে না পারা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা-মজিবুর রহমান মঞ্জু

পতাকা ডেস্ক: গণঅভ্যুত্থানের পর ঐক্য ধরে রাখতে না পারাটা অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা বলেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ ৩১ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা ৬.৩০টায় ফেনীতে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে তিনি আরো বলেন, আন্দোলনে এবি পার্টি সহ অধিকাংশ রাজনৈতিক দল সমুহ সম্মুখভাগে অংশ নিয়েছে। কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে ভূমিকা রেখেছে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়েছে।

আন্দোলনে অন্যান্য দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি, জামায়াত সহ সরকার বিরোধী দলগুলো এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছাত্ররা সামনে থেকে আন্দোলনকে এগিয়ে নিয়েছে, রাজনৈতিকদল গুলো তাদের সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করেছে।

মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামীলীগ মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পদ বানানোর অপচেষ্টা করেছিল। জনগণ তা প্রত্যাখ্যান করেছে।

ছাত্র-জনতা হত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, খুনিদের বিচার সরকারকে নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে সকলের ঐক্যবদ্ধ।

এ সময় আরো উপস্থিত ছিলেন এবি পার্টির সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, ফেনী জেলা সদস্যসচিব অধ্যাপক ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক মাস্টার শাহ আলম শাহীন সোলতানী, সমাজ সেবা সম্পাদক এবি সিদ্দিক ভূঞা, প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজী, নারী বিষয়ক সম্পাদিকা জাহানারা আক্তার মণি, ফেনী সদর উপজেলার আহবায়ক শাহাদাত হোসেন ভুঁইয়া, সদস্য সচিব আবু সাঈদ, ফেনী পৌরসভার আহবায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদস্য সচিব অধ্যাপক রিজওয়ানুল খায়ের, সোনাগাজী উপজেলা আহবায়ক অধ্যাপক রহমত উল্লাহ, সদস্য সচিব ওয়াসিউর রহমান খসরু, এবি যুবপার্টির আহবায়ক সফিউল্লাহ পারভেজ, সদস্য সচিব এসএম সোহাগ ইব্রাহিম, ছাগলনাইয়া উপজেলা সমন্বয়ক নাফিজ ইমতিয়াজ প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button