sliderরাজনীতিশিরোনাম

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের কমিটি গঠন

পতাকা ডেস্ক : গণঅধিকার পরিষদের (একাংশ) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটি গঠন করা হয়েছে। মহানগর উত্তর আহ্বায়ক কর্নেল (অব) মিয়া মশিউজ্জামান ও সদস্য সচিব মোস্তাক শিশির এবং মহানগর দক্ষিণের আহ্বায়ক ব্যারিস্টার জীসান মহসীন ও সদস্য সচিব ইমাম উদ্দিনকে নির্বাচিত করা হয়েছে।

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ‘সংবিধান ও গণতন্ত্রঃ প্রেক্ষিত বাংলাদেশ’-শীর্ষক এক আলোচনায় গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করেন।

সভায় উপস্থিতি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, পশ্চিমা বিশ্বের লোকেরা গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে কথা বলছে। কারণ বাংলাদেশে গণতান্ত্রিক কোনো ব্যবস্থা অবশিষ্ট নেই। মতপ্রকাশের স্বাধীনতা নেই, সাংবাদিকদের নিরাপত্তা নেই। ভোট ব্যবস্থা নেই। জামায়াতের সঙ্গে মিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে আন্দোলন করে ছিলো। এখন সে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। এজন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, এ সরকারের পতনের ঘন্টা বেজে গেছে। দেশে-বিদেশে কেউ আর সরকারের সঙ্গে নাই।

ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে এ সরকারের গুম-খুন-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। অস্ট্রেলিয়ান পার্লামেন্টে এ সরকারকে নিষেধাজ্ঞা দেয়ার প্রস্তাব উঠেছে। আগামী কিছু দিনের আরো কিছু আন্তর্জাতিক খবর শোনতে পাবেন। কিছু দেশের নিষেধাজ্ঞা দেখতে পাবেন-এ সরকারের অপকর্মের বিরুদ্ধে। তাই এ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেয়া যায় না। এই সরকার দেশটা ধ্বংস করে দিয়েছে। দেশে ও বিদেশে মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছে।

মিয়া মশিউজ্জামানের সভাপতিত্বে সভায় গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান, সিনিয়র আইনজীবী মহসীন রশিদ, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, দলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম খান চৌধুরী, ব্যারিস্টার জীশান মহসিন, অধ্যাপক মাহবুব হোসেন, জাকারিয়া পলাশ, সাদ্দাম হোসেন, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহ, তারেক রহমান, এডভোকেট শিরিন আকতার শেলী, মোহাম্মদ শামসুদ্দীন, সাকিব হোসাইন, শেখ খায়রুল কবির, কেন্দ্রীয় নেতা আহমেদ ইসমাইল বন্ধন, জিয়াউর রহমান জিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button