sliderস্থানীয়

গচিহাটা স্টেশনের অদূরে রেললাইন থেকে ইঞ্জিন সহ ৪টি বগি লাইনচ্যুত

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার গচিহাটা রেল স্টেশনের অদূরে রেল লাইন থেকে ইঞ্জিন সহ লাইনচ্যুত হয়ে ৪টি বগি পরে যায় । জানা গেছে, আজ বিকাল ৪:৩০ মিনিটের দিকে ঢাকা গামী কিশোরগঞ্জ এক্সপ্রেস এই দুর্ঘটনার কবলে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

কিশোরগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটির গচিহাটা স্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং হওয়ার কথা ছিলো। কিন্তু ক্রসিং এর জন্য পয়েন্টে লাইন পরিবর্তনের সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনেই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রয়ে যায়। ফলে গচিহাটা স্টেশন বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। এ পরিস্থিতিতে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেনের জন্য বার্তা পাঠানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে ইঞ্জিন ও বগিগুলো লাইনে ওঠানোর পর পুনরায় ট্রেন চলাচল শুরু হবে বলেও স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান জানিয়েছেন।

লাইনচ্যুত ইঞ্জিন সহ ৪টি বগি উদ্ধারের চেষ্টা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ময়মনসিংহ থেকে ভৈরব রেল চলাচল বন্ধ রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button