sliderস্থানীয়

গঙ্গাচড়ায় যথাযোগ্য মর্যায় শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকাল ১০ কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, গঙ্গাচড়া সরকারি কলেজ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায়। এরপর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়নের উপস্থাপনায় শহিদ বুদ্ধিজীবীসহ বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা দেশ প্রেমিক সকল শহিদ স্বরণে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন ওসি আল এমরান, কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আইয়ুব আলী, জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার সহকারী সেক্রেটারী মাওলানা রায়হান সিরাজী, উপজেলা শাখার আমীর মাওলানা নায়েবুজ্জামান, ইসলামি আন্দোলনের গঙ্গাচড়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইউনুছ আলী, গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য হানিফ খান সজিব,শিক্ষক আখেরুজ্জামান মিলন, সাংবাদিক আব্দুল মজিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে রাদিদ প্রমুখ। আলোচনার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেষে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা শেষে ৭১ ও ২৪ শে সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় ও আহতদের সুস্থ্যতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা তাজুল ইসলাম। সকল অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button