sliderস্থানীয়

গঙ্গাচড়ায় নারী নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত তথ্য আপা’র উঠান বৈঠক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) তথ্য আপা শীর্ষক প্রকল্পের আওতায় রংপুরের গঙ্গাচড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে সদর ইউনিয়নের পূর্ব নবনীদাস এলাকায় উঠান বৈঠকের আলোচ্য বিষয় ছিল নারী নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান, জাতীয় মহিলা সংস্থার রংপুর জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা তাসনীম খুশবী সরকার। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তথ্যসেবা সহকারী রাওয়াছিয়াতিজ্জোহরা, অফিস সহায়ক জাকির হোসেন।

উঠান বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন, তথ্য আপা প্রকল্পটি একটি জনবান্ধব প্রকল্প। এই প্রকল্পটি প্রান্তিক নারীদের জীবনমান উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনি তথ্যসেবা কর্মকর্তা, গঙ্গাচড়াকে তাদের সেবাসমূহ অব্যহত রাখার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Back to top button