গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: একুশে পদকপ্রাপ্ত, গঙ্গাচড়ার কৃতি সন্তান চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর, রোববার সকালে বসুন্ধরা শুভসংঘ গঙ্গাচড়া শাখার আয়োজনে এহইয়া উলউলুম মাদ্রাসা চত্ত্বরে বৃক্ষরোপন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। উপজেলা শুভ সংঘের সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন কালের কন্ঠ গঙ্গাচড়া প্রতিনিধি ও গঙ্গাচড়া প্রেস ক্লাবের সভাপতি সাজু মিয়া লাল, উপজেলা শুভ সংঘের উপদেষ্টা সাংবাদিক আব্দুল বারী স্বপন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম। এসময় নিউজ ২৪ এর গঙ্গাচড়া প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস ক্লাব সভাপতি সুজন আহম্মেদ, সাংবাদিক রুহুল ইসলাম রয়েল, মাহফুজার, বাবুল, কালের কন্ঠের ফটো সাংবাদিক আসাদুজ্জামান, বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার সাধারন সম্পাদক আলপনা রিতু, সদস্য আবুল কালাম আজাদ, সায়মা আক্তার সীমা, নাসিম মিয়া, তানজিম তুষার, রাসেল, রতন, লিমনসহ মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।