sliderস্থানীয়

গঙ্গাচড়ায় চরাঞ্চলের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় চরাঞ্চলের শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার নোহালী ইউনিয়নের কেএনবি উচ্চ বিদ্যালয় মাঠে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। এসময় ২শত ৮০ জন শীতার্ত পরিবারের প্রত্যেককে উন্নতমানের কম্বল, হাত ও পা মোজা, টুপি বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, নোহালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিসবাহ উল ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button