গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা প্রদান ও প্রাক্তন সদস্যদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গঙ্গাচড়া উপজেলা শাখার কার্যালয় মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে এই জালিম সরকার আমাদের উপর মিথ্যা মামলা, কারাভোগ, এবং হত্যার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আল্লাহর রহমতে আমরা কখনোই পিছুপা হইনি। ইসলামের বিজয় কায়েম করতে আমাদের সংগ্রাম চলবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাবেক প্রচার সম্পাদক রোকন উদ্দিন খান, রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে দিনাজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ বলেন, আমাদের আন্দোলন নিপীড়িত জনগণের মুক্তি এবং আল্লাহর বিধানের বাস্তবায়নের জন্য। ত্যাগের এই পথে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম।
অনুষ্ঠানটি কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মাননা প্রদান এবং প্রাক্তন সদস্যদের পুনর্মিলনীর মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে জামায়াত ও ছাত্র শিবিরের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।