sliderবিবিধশিরোনাম

খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে ডাবলু লাইফ সাপোর্টে

পতাকা রিপোট’ : বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খোন্দকার আবদুল হামিদ ডাবলুকে মারাত্মক শারীরিক জটিলতায় বুধবার সকাল থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ৪ জুলাই রাত ৮টার দিকে নিজের ফ্ল্যাটে অসুস্থতা বোধ করলে তাকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তার ব্রেনস্টোক হয়েছে জানালে তাকে বারডেম হাসপাতাল থেকে রাত ৩টায় ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে নিয়ে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটায় হাসপাতাল পরিবর্তন করে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের আইসিইউতে স্থানান্তর করা হয়। বুধবার সকাল থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।


চিকিৎসা জানিয়েছেন, তার হার্টে পাঁচটি ব্লক ধরা পড়েছে। বিশেষজ্ঞ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি নেতা ডাবলুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে পরিবারের সঙ্গে পরামর্শের ভিত্তিতে লাইফ সাপোর্ট খুলে নিতে হবে।
ব্যক্তি জীবনে খোন্দকার আব্দুল হামিদ ডাবলু এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। বড় মেয়ে মাহির খোন্দকার ডোরা রাজধানীর একটি স্কুলে ক্লাস নাইনে পড়ে ও ছেলে আবরার হামিদ ডলার অষ্টম শ্রেণির ছাত্র।
খোন্দকার আবদুল হামিদ ডাবলু মানিকগঞ্জ- ১ আসন থেকে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেছিলেন। ছাত্রজীবন থেকে বাবা খোন্দকার দেলোয়ার হোসেনের অনুপ্রেরণায় ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত হন ডাবলু।
এদিকে খোন্দকার আবদুল হামিদ ডাবলুর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Related Articles

Leave a Reply

Back to top button