
ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি: পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে গতকাল শুক্রবার বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন পরিবারের পক্ষ থেকে ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের খোন্দকার দেলোয়ার হোসেনের গ্রামের বাড়ি পাচুরিয়ায় এ অনুষ্ঠান হয়।
ইফতারের আগে মিলাদ অনুষ্ঠিত হয়। মোনাজাতে অন্ধকার দেলোয়ার হোসেনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে ইফতার সামগ্রী ও খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, খোন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, ঘিওর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বিল্টু খান, জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক খোন্দকার তুহিন হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।