sliderশিরোনামশীর্ষ সংবাদ

খুলনা উপকূল অতিক্রম করেছে বুলবুল : লণ্ডভণ্ড দুবলার চর

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আজ ভোর ৫টায় সুন্দরবনের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করেছে বলে আবহাওয়া অধিদপ্তর রোববার সকালে জানিয়েছে। অধিদপ্তরের আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি নম্বর ২৯-এ বলা হয়, ঘূর্ণিঝড়টি বর্তমানে খুলনা ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে প্রবল ঘুর্ণিঝড় ‘বুলবুল’ আকারে অবস্থান করছে। এটি আরো উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ক্রমশ দুর্বল হতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে সাগর খুবই উত্তাল রয়েছে। এতে সুন্দরবনের দক্ষিণে অবস্থিত দুবলার চরের অস্থায়ী শুঁটকি পল্লী তছনছ হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও এর আশপাশের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে ১০ নম্বর মহাবিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button