
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া ধোয়া তুলসির পাতা নন, তার বিরুদ্ধে দুর্র্নীতির অভিযোগ, মানুষ খুন করার অভিযোগ এবং সন্ত্রাস চালানোর অভিযোগ আছে। ৯৩ দিনের সন্ত্রাসে যত মানুষ পুড়ে মারা গেছে তার জন্য বেগম খালেদা জিয়া দায়ী এবং সেজন্য তাকে অবশ্যই আইনের মুখামুখি দাঁড় করানো হবে বলেন তিনি।
তথ্যমন্ত্রী বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় তার নিজ গ্রামের বাড়ি মোকারিমপুর ইউনিয়নের দামকুদিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট প্রদানের আগে সাংবাদিকদের একথা বলেন। এ সময় জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাসস