লামা প্রতিনিধি : বান্দরবানের লামায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লামা উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৭জুন ২০২২ইং শুক্রবার বিকাল ৫ ঘটিকায় লামা উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ সরোয়ারের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা লামা উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন রফিক, বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মনির হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কাইয়ুম রশিদ বাবু এছাড়াও ছিলেন লামা উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহব্বায়ক রবিউল হোসেন ইরান ও মোঃ চান মিয়া, পৌর ছাত্রদলের আহব্বায়ক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ন আহ্বায়ক আবদুর রহমান নাজিম, খাইরুল আলম, মোঃ খোকন,মোঃ ইব্রাহিম, আল আমিন সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তবে সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন রফিক বলেন বেগম খালেদা জিয়া নিদোশ তাকে রাজনৈতিক প্রতিহিংসার মামলায় বন্ধি রেখেছে সরকার, নিঃশর্তে তার মুক্তি চায়, এবং এই বৃষ্টি বাঁধা ও জলাবদ্ধতা উপেক্ষা করে আজকের প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের নিকট আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।