
জেলকোড অনুযায়ী কারাবন্দি বেগম খালেদা জিয়ার চিকিৎসার দায় দায়িত্ব সরকারের মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, সরকার খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা নিয়ে নোংরা রাজনীতি করছে। প্রত্যেক নাগরিকের চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে সুযোগ না দেয়া চরম নিষ্ঠুরতা ও মানবতা বিরোধী অপরাধের সামিল। সুচিকিৎসা থেকে বঞ্চিত করে পরিকল্পিত ভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে, এতো খালেদা জিয়ার মৃত্যু হলে সরকারকে কঠিন পরিনতি ভোগ করতে হবে।
তিনি আজ (মঙ্গলবার) দুপুরে সৈয়দপুর কাঁচা লংকা রেষ্টুরেন্টে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের একদফা দাবিতে নীলফামারী জেলা লেবার পার্টি আয়োজিত প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।
তিনি আরো বলেন, নিত্যপন্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবীরা চোখে সরষেফুল দেখছে। নিত্যপন্যের বাজারে আগুন দাউ দাউ করে জ্বলছে। এতে সাধারন মানুষ পুড়ে ছারখার হচ্ছে, তা দেখার কেউ নাই। মানুষের আয়ের সাথে ব্যায়ের মিল নেই। বেতন না বাড়লেও দ্রব্যমুল্য আকাশ চুম্বি। দফায় দফায় চাল ডাল তেল পিয়াজ চিনির দাম বেড়ে এখন নাগালের বাইরে।
জেলা সভাপতি এস এম ওয়াসিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন লেবার পার্টির জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহমান, সহ সভাপতি মোকসেদ আলী, মো: ফারুক আহমেদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন, মো: সোহেল রেজা, জেলা সদস্য মো: শাহিন, শ্রী দুলাল চন্দ্র রায়, মো: আরফান হোসেন, মোহাম্মদ হাসান জামিল, মোসা: মুক্তা আক্তার, মো: নয়ন মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি